বিয়ানীবাজারে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৬, ১১:০৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বিয়ানীবাজারে আজ রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধসহ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের দেওয়া ৫ দফা দাবী বাস্তবায়ন না হওয়ায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এ ব্যাপারে শনিবার বিকেলে পৌরশহর ও আশপাশ এলাকায় মাইকিং করা হয়েছে। ঐক্য পরিষদের আহ্বায়ক মানিক উদ্দিন পরিবহন শ্রমিকদের যানবাহন বন্ধ রেখে ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন।
সূত্র মতে, গত বুধবার পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ ১৫ অক্টোবরের মধ্যে বিয়ানীবাজারে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ, রাস্তার দু’পাশে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, চারখাই-বারইগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার, পুলিশ ডিউটিতে থাকা গাড়িকে পর্যাপ্ত জ্বালানি প্রদান, শ্রমিকদের ওপর অহেতুক পুলিশী হয়রানি বন্ধের লক্ষে ৫ দফা দাবী উত্থাপন করে। শনিবার পর্যন্ত তাদের দাবী বাস্তবায়ন না হওয়ায় রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।