শিক্ষার মান বৃদ্ধিতে দক্ষ শিক্ষক সৃষ্টির বিকল্প নেই -সিলেটে শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে শিক্ষাব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। বর্তমান সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। গত ১০০ বছরে বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল, গত ৬ বছরে তার তিনগুণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে আগামী দিনের নির্মাতা হিসাবে গড়ে তুলতে তাদেরকে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বর্তমানে ১ কোটি ৩২ লক্ষ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে।
তিনি আরো উল্লেখ করেন, শিক্ষার মান বৃদ্ধিতে দক্ষ শিক্ষক সৃষ্টির লক্ষ্যে সরকার ইতোমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থায়নে শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে।
শনিবার রাতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, প্রাথমিক শিক্ষাই হলো দেশের সব শ্রেণীর মানুষের ন্যূনতম শিক্ষার প্রথম সোপান। কেবল শিক্ষার মাধ্যমে দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করে দেশের অগ্রযাত্রায় সম্পৃক্ত করা সম্ভব।
তিনি বলেন, সরকারের বলিষ্ঠ ভূমিকার জন্য বর্তমানে বাংলাদেশের শিক্ষার হারে বৈপ্লবিক পরিবর্তন এসেছে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে গেছে। সময়মত নতুন বই পাওয়ার ফলে শিক্ষার প্রতি কোমলমতি শিক্ষার্থীদের আগ্রহ অনেক গুণ বেড়ে গেছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমন, সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী ও পরিচালক ও বৃত্তি সাব কমিটির আহবায়ক মোঃ সাহিদুর রহমান।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩৬ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা অদিধপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ার মোহাম্মদ হানযালা, সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, এজাজ আহমদ চৌধুরী, আবু তাহের মোঃ শোয়েব, পিন্টু চক্রবর্তী, এনামুল কুদ্দুছ চৌধুরী, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মোঃ এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, চন্দন সাহা, বশিরুল হক, প্রাক্তন সভাপতি এম এ ছালাম চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।