জগন্নাথপুরে ডাকাতি মামলায় ফাঁসাতে গিয়ে বাদী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৬, ১২:১৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে অন্যকে ডাকাতি মামলায় ফাঁসানোর চেষ্টা করে বাদীর আশ্রয় হয়েছে শ্রীঘরে। লিখিত অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোয়াগাঁও) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল কাইয়ূম বাদী হয়ে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সফরুল মিয়াসহ ১৩ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি এজাহার দায়েরের জন্য লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগের তদন্ত করার জন্য জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানার উপ পরিদর্শক সাইফুল আলম ও আনোয়ার হোসেনকে নির্দেশ দেন।
অভিযোগের আলোকে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সাইফুল আলম ও আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঘটনাটি সাজানো ও মিথ্যা বলে প্রমাণিত হলে উল্টো বাদী আব্দুল কাইয়ূমকে আটক করে থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরসালিন জানান, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় বাদীকে আটক করা হয়েছে।