দক্ষিন সুরমায় ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৬, ১১:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ছালিক মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ছালিক দক্ষিণ ভার্থখলা এলাকার ডি-ব্লকের মৃত হাছান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক নুরুল আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল ভার্থখলা এলাকায় অভিযান চালায়। তখন ভার্থখলা ফরেন পোষ্ট অফিসের সামনে থেকে ছালিক মিয়াকে ২০৩ পিস ইয়াবা এবং ১০৪ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।
আটক ছালিক মিয়া দীর্ঘদিন যাবৎ দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।