এবার দেশের মানুষ দেখবে বদরুলের বিচার কতো দ্রুত হয় -স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:২৩,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের বিচার দ্রুত শেষ হবে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যৌথ উদ্যোগে রাজধানীর ফার্মগেটে আয়োজিত ‘৯ম জাতীয় বার্ষিকী শিক্ষার মান উন্নয়ন’ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার ওপর যে ছেলেটি (বদরুল) হামলা করেছিলো, তাকে ধরা হয়েছে। মামলার চার্জশিট তৈরি হয়েছে। এবার দেশের মানুষ দেখবে এর বিচার কতো দ্রুত হয়। কোনো অপরাধীকে, কোনো সন্ত্রাসীদের বাংলাদেশে আমরা স্থান দেই না, তাদের কোনো প্রশ্রয় দেই না।”
সম্মেলনে বক্তৃতায় তিনি বলেন, “রাজধানীতে অনেক সমস্যা রয়েছে। বিভিন্ন সমস্যার বিষয়ে আমাদের তরুণরা কি ভাবনা চিন্তা করে? রাজধানীর ট্রাফিক জ্যাম নিয়ে তাদের কি ভাবনা? এ বিষয়গুলোতে মতামত দিক তরুণরা। আমরা যদি সব মানুষকে সচেতন করতে পারি, তবে রাজধানীর অধিকাংশ সমস্যাই সমাধান হয়ে যাবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইউম রেজা চৌধুরী, তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, বিএসটিকিউএম’র সভাপতি এ কে এম খায়রুল বাসার প্রমুখ।