সত্যায়ন ছাড়াই দেওয়া হবে পাসপোর্ট, মেয়াদ হতে পারে ১০ বছর
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৬, ৯:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মানুষের ভোগান্তি কমাতে সত্যায়ন ছাড়াই পাসপোর্ট দেওয়া এবং পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।
শনিবার (১৫ অক্টোবর) চট্রগ্রামের পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, এখন জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ দিয়ে নিজে উপস্থিত হয়ে ছবি তুলতে হচ্ছে। আবার পাসপোর্ট নেওয়ার সময়ও নিজেকে আসতে হচ্ছে। ফলে সত্যায়িত না করলেও এখন আর কোন সমস্যা হবে না। ফরম সত্যায়নের বিষয়টি বাদ দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেলে পাসপোর্ট দেওয়ার নতুন নীতিমালা জারি করবো। এতে আমাদের কার্যক্রম বেগবান হবে এবং সেবার মান আরও উন্নত হবে।
তিনি বলেন, পাসপোর্ট ফরম সত্যায়িত করতে বিভিন্ন জায়গায় ধর্না দিতে হয়। অনেক সময় সত্যায়নের জন্য অফিসার পাওয়া গেলেও সিল পাওয়া যায় না। সিল পাওয়ার জন্য পিয়নের পেছনে দৌঁড়াতে হয়। পিয়নকে আবার একটু খাতির-টাতির করলে সিল বের হয়। এই যে যন্ত্রণা, এটাও আমরা মাথায় রাখি। মানুষের ছোট ছোট কষ্টগুলো, সমস্যাগুলো বুঝার চেষ্টা করি। তাই আমরা চাই সত্যায়ন ছাড়াই পাসপোর্ট দিতে। কারণ এখন তথ্য গোপন বা আরেকজনের পাসপোর্ট করার সুযোগ নেই।
পাসপোর্ট নিয়ে অনেক সমস্যা আছে স্বীকার করে তিনি বলেন, আমাদের অনেক কাজ করতে হয়েছে। পাসপোর্টের কারণে আমাকে বহুবার বিদেশ যেতে হয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছি। সব জায়গায় আমি শুনেছি কিছু কিছু পাসপোর্ট বেহাত হয়েছে। এটা অনেকটা নিয়মে পরিণত হয়েছিল। আমরা এখনো আমরা বলতে পারি না শতভাগ শুদ্ধ হতে পেরেছি। কিছু কিছু অফিসে এখনো স্বচ্চতার অভার রয়েছে। তবে এজন্য সবাইকে সচেতন হতে হবে। আমাদের অঙ্গিকারবদ্ধ হতে হবে আর্থিক বিনিময়ে সেবা নেব না এবং দেব না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল বলেন, পাসপোর্ট অফিসে দালালি কিভাবে হয় তা আমরা খতিয়ে দেখছি। এতে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বছরে ৩০ থেকে ৪০ লাখ মানুষ বিভিন্ন দেশ ভ্রমণ করে জানিয়ে তিনি বলেন, তাই পাসপোর্টের গুরুত্ব অনেক বেশি। এটা আমাদের ধরে রাখতে হবে।
শনিবার নগরীর পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মো.মোজাম্মেল হক খান। এটি বিহরাগমন ও পাসপোর্ট অধিদফতরের আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের ৩৩ তম ভবন। এই অফিস থেকে নগরীর চান্দগাঁও, কর্ণফুলী, কোতোয়ালী, চকবাজার, পাঁচলাইশ, বাকলিয়া থানা এবং দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বাসিন্দারা সেবা নিতে পারবেন।