এখনো আশঙ্কামুক্ত নন : খাদিজার হাতে সোমবার হতে পারে অস্ত্রোপচার
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:৩০,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ:
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের হাতে আগামী সোমবার (১৭ অক্টোবর) একটি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খাদিজার মামা আব্দুল বাসেত।
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিনের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, আগামী সোমবার হাতে অপারেশনের প্লান করা হচ্ছে।
বদরুলের চাপাতির কোপ থেকে বাঁচতে হাত এগিয়ে দিয়েছিলেন খাদিজা আর তাতে হাতের মাসল চেইন কেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় অস্ত্রোপচারের কোন বিকল্প নেই।
এই অপারেশনের পর খাদিজাকে আবারও লাইফ সাপোর্টে নেয়ার দরকার হতে পারে বলে জানিয়েছেন আব্দুল বাসেত। কাজেই এখনো কয়েকদিন থেকে দেশব্যাপী এই কলেজছাত্রী এখনো আশঙ্কামুক্ত নন বলেই জানা গেছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা শেষে ফেরার সময় কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বদরুল আলম।