জাফর ইকবালসহ ৬ জনকে হুমকির মোবাইলফোনের মালিক সিলেটের ফায়যুর !
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৬, ৫:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
তেল-গ্যাস-খনিজসম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ অন্তত ৬ জনকে যে মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, ওই নম্বরটি ফায়যুর রাহমান নামের এক ব্যক্তির। মোবাইলফোনে হুমকিদাতার ফেসবুক প্রোফাইল আইডি থেকে দেখা যাচ্ছে- এই লোক বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। ফায়যুর রাহমান নামের এই ব্যক্তি সিলেটের আঞ্চলিক ‘সিলেটের ডাক’ পত্রিকার স্টাফ রিপোর্টার । ‘জঙ্গিবাদের বিশ্বায়ন’ নামে তার একটি প্রকাশিত গ্রন্থও আছে।
তার অফিস সূত্রে জানা গেছে, সিলেটে ফায়যুর হাফেজ হিসেবে বেশ পরিচিত।
ফায়যুরের দাবি, এই নম্বর তার হলেও হুমকি পাঠানোর বিষয়ে তার কিছু জানা নেই। এর আগেও তাকে এ ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তার নম্বরটি পত্রিকার পাতায় প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি বারবারই পরিচিতদের কাছে দাবি করেছেন, তিনি এই হুমকি দেননি। তার নম্বর ব্যবহার করে অন্য কেউ এই কাজটি করেছে।
ফায়যুর রহমানের ফেসবুক আইডিতে ব্যবহৃত মোবাইলফোন নম্বর এর আগে প্রাণনাশের হুমকি পেয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক। ওই নম্বর থেকেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আরেক বিশিষ্ট কথা সাহিত্যিক মঈনুল আহসান সাবের, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং কবি ইমতিয়াজ মাহমুদকেও। তবে আনু মুহাম্মদ ও জাফর ইকবাল দম্পতিকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) নামে প্রাণনাশের হুমকি দেওয়া হলেও সেই একই ফোন থেকে মঈনুল আহসান সাবেরকে হুমকি দেওয়া হয়েছে আইএস জঙ্গিদের নামে। আর অধ্যাপক শামসুজ্জামান খানের কাছে হুমকিদাতা পরিচয় দিয়েছে জেএমবি টু নামে।
এ বিষয়ে স্ট্যাটাস দিয়ে প্রকৌশলী কল্লোল মোস্তাফা ফেসবুকে বলেন, ‘এই হুমকিটি আসলে তার নম্বর ব্যবহার করে অন্য কেউ দিয়েছে, নাকি তিনিই দিয়েছেন, তা বিটিআরসি’র সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেই বের করতে পারে। কিন্তু প্রশ্ন হলো গত তিনদিনেও এর সুরাহা না হওয়ার কোনও কারণ নেই।’
গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর অ্যামিরেটাস আনিসুজ্জামান, জাফর ইকবাল, ইতিহাসবিদ প্রফেসর মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদসহ সমাজের গুরুত্বপূর্ণ নাগরিক, রাজনীতিবিদদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আটক আব্দুল হক যে কয়টি নম্বর ব্যবহার করে হুমকি দিয়েছিল তার মধ্যে হাফিজ ফায়যুরের নম্বরটির কথা উল্লেখ করা হয়েছিল। সেই সূত্র ধরেই আবারও কেউ শত্রুতা করে তার নম্বরটিই ব্যবহার করে থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।
সিলেট পুলিশের মুখপাত্র এডিসি রহমতুল্লাহ বলেন, ‘ফায়যুর রহমান দাবি করেছে, মোবাইল নম্বরটি তার। তবে সে এমন কোনও এসএমএস করেনি উল্লেখ করে পুলিশের কাছে এর প্রতিকার চেয়েছে।’