ঢামেক গেটে মর্মান্তিক দুর্ঘটনা : অ্যাম্বুলেন্স চাপায় গর্ভবতী নারীসহ নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৬, ৫:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সের চাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনজন। নিহত এক নারী গর্ভবতী ছিলেন। চিকিৎসা করাতে এসেই দুর্ঘটনায় প্রাণ হারালেন তারা।
নিহতরা হলেন গোলেনূর বেগম (২৫), তার ছেলে সাকিব (৭)। গোলেনূরের স্বামীর নাম ফেরদৌস, তার বাড়ি পটুয়াখালীর রাঙাবালির বাইজদা এলাকায়। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৪৫ বছর।
শনিবার সকাল ৯টায় হাসপাতাল গেটে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি উল্টে গেলে পথচারীরা চাপা পড়েন। ঘটনাস্থলেই মারা যায় গোলেনুরের পাঁচ বছর বয়সী ছেলে শাকিল। এরপর মারা যায় গর্ভে থাকা ছয় মাসের ভ্রুণ। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলনূরও।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।