খাদিজার চিকিৎসার সব খরচ সরকারই বহন করছে -খাদিজার মামা
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৬, ১২:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে নৃশংসতার শিকার কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের বাম হাতে আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার অস্ত্রোপচার হতে পারে বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছেন তার মামা আব্দুল বাসেত। চিকিৎসার সমস্ত খরচও সরকার বহন করছে বলে জানান তিনি।
শুক্রবার স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে বাসেত বলেন, ‘ও চোখ খুললেও কাউকে চেনার মত অবস্থায় নেই, এখনো পুরোপুরি তার জ্ঞান ফেরেনি।”
তিনি বলেন, “আগামী সোম বা মঙ্গলবারে খাদিজার হাতে অপারেশন হতে পারে বলে ডাক্তররা জানিয়েছেন। ওই অপারেশনের পর আবার তাকে লাইফ সাপোর্টে নেয়া লাগতে পারে।”
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম খাদিজাকে দেখতে গিয়ে বলেছিলেন তার চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। স্বাস্থ্যমন্ত্রীর কথার সত্যতা পাওয়া গেল খাদিজার মামার কথায়ও।
তিনি বলেন , “এখানে আসার পর থেকে এক টাকাও আমাদের খরচ করতে হয়নি, সরকার সব খরচ দিচ্ছে, চিকিৎসকরাও আন্তরিক সেবা দিচ্ছেন”
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা শেষে ফেরার সময় কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বদরুল আলম।