এবার বাংলা একাডেমীর মহাপরিচালককেও হুমকি
প্রকাশিত হয়েছে : ১২:০৪:২৫,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
যে মোবাইল ফোন নাম্বার থেকে অধ্যাপক আনু মুহাম্মদ, লেখক মইনুল আহসান সাবের, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে হুমকি দেওয়া হয়েছিলো সেই একই নাম্বার থেকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামানকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (অক্টোবর ১৩) রাত পৌনে ২টার দিকে বেসরকারি মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে জেএমবি-২ নামের একটি সংগঠনের নাম দিয়ে ক্ষুদে বার্তায় এ হুমকি দেওয়া হয়।
একই নাম্বার থেকে হুমকি দেওয়া হলেও হুমকিদাতা আনু মুহাম্মদকে হুমকি দেওয়ার সময় নিজেকে ‘আনসারুল্লাহ’, মইনুল আহসান সাবেরকে হুমকি দেওয়ার সময় ‘আইএস’ এবং অধ্যাপক জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হককে হুমকি দেওয়ার সময় নিজেকে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ হিসেবে পরিচয় দেয়। আর বাংলা একাডেমির মহাপরিচালকের মোবাইলে বার্তা যায় জেএমবি-২ নামে।
এ ব্যাপারে শুক্রবার (১৪ অক্টোবর) শাহবাগ থানা পুলিশকে অবহিত করেছেন শামসুজ্জামান।
অধ্যাপক শামসুজ্জামান বলেন, রাত ১টা ৪০ মিনিটের দিকে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে হত্যার হুমকি দিয়ে তাকে ক্ষুদে বার্তাটি পাঠানো হয়। বিষয়টি তিনি শাহবাগ থানা পুলিশকে জানিয়ে আইনগত সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকি বলেন, আমাদের জানানো হয়েছে তবে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।