ব্রিটেনে বাঙ্গালী কন্যা রুপা হক লেবারের ছায়া মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৬, ৯:৫৮ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ব্রিটেনে বাংলাদেশী বংশোদ্ভুত এমপি রূপা হককে পূর্ণাঙ্গ শ্যাডো মিনিস্টার করা হয়েছে। তিনি লন্ডনের ‘ইলিং সেন্টাল এন্ড একশন’ এলাকা থেকে নির্বাচিত এমপি। টিউলিপ সিদ্দিকির পর তিনিও লেবারের ছায়া মন্ত্রী পদ লাভ করেন। আজ শুক্রবার এক টুইট বার্তায় তিনি এ খবর নিশ্চিত করেন। জেরেমি করবিন লেবার পার্টির নেতা পুনরায় নির্বাচিত হওয়ার পর তার ছায়া মন্ত্রী পরিষদে বেশ পরিবর্তন আনেন।
এরই অংশ হিসেবে উদীয়মান বাংলাদেশী বংশোদ্ভুত এমপি রূপ হককে গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় হোম এপের্য়াস এর দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পর তিনি এক টুইট বার্তায় তাকে এ পদে মনোনিত করায় নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানান। এর আগে বাল্য শিক্ষা বিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।