সিলেট সদর উপজেলাকে (২-১) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বালাগঞ্জ উপজেলা
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:৩৯,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ:
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘মাননীয় অর্থমন্ত্রী এ.এম.এ মুহিত গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০১৩-২০১৪’ এর ফা বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম নাহিদ এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি মহোদয় এর নামে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় এবং উক্ত টুর্নামেন্টের বহু প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ফাইনাল খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সিলেট এর জেলা প্রশাসকসহ সিলেট জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সিলেট জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কার্যনির্বাহী পরিষদের পরিচালনায় প্রতিটি ইভেন্টে সমগুরুত্ব সহকারে ক্রীড়াকার্যক্রম চালিয়ে আসায় তাঁদের সকলের প্রতি আবারো ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, বিপিএম, সিলেটের পুলিশ সুপার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগ এর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেটের স্থানীয় সরকার এর উপ-পরিচালক দেবজিৎ সিনহা, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিসদের সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ সাত্তার ও বিমলেন্দু দে নান্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মঈনউদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. আজহারুল ইসলাম, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: সামসুল ইসলাম মিলন, সমর চৌধুরী হাজী মিলাদ আহমদ, মিলন খান বাদশাহী প্রমুখ।