এশিয়ার সবচেয়ে পাওয়ারফুল পাসপোর্ট দক্ষিণ কোরিয়ার, আপনার?
প্রকাশিত হয়েছে : ৩:০৪:১৬,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
‘আর্টন ক্যাপিটাল’ নামের একটি আর্থিক প্রতিষ্ঠান এ বছরের সেপ্টেম্বরে প্রকাশিত এক জরিপের মাধ্যমে দেখিয়েছে যে, এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার পাসপোর্টই সবচেয়ে ক্ষমতাধর। দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারী ব্যক্তি বিশ্বের ১৫৬টি দেশে ভিসা ছাড়াই যেতে পারে। সারা বিশ্বের র্যাঙ্কিং-এ ভারতীয় পাসপোর্টের অবস্থান ৭৭। ভারতীয় পাসপোর্ট থাকলে যে কেউ বিশ্বের ৪৭টি দেশে ভিসা ছাড়াই যেতে পারে। এবার দেখা যাক, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্টের তালিকায় কোন কোন দেশের নাম আছে।
র্যাঙ্ক ১: জার্মানী এবং সুইডেন। এই দুটি দেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ১৫৮টি দেশে যেতে ভিসা লাগে না।
র্যাঙ্ক ২: ফিনল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও সুইজারল্যান্ড। ১৫৭টি দেশে যাওয়া যায় ভিসা ছাড়া।
র্যাঙ্ক ৩: ডেনমার্ক, ইতালী, নেদারল্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, নরওয়ে। ১৫৬ টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
র্যাঙ্ক ৪: সিঙ্গাপুর, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, আমেরিকা। ১৫৫টি দেশে ভিসা ছাড়াই যেতে পারে এসব দেশের পাসপোর্টধারীরা।
র্যাঙ্ক ৫: গ্রীস, আয়ারল্যান্ড, জাপান। ১৫৪টি দেশ।
র্যাঙ্ক ৬: কানাডা, নিউজিল্যান্ড। ১৫৩টি দেশ।
র্যাঙ্ক ৭: চেক রিপাবলিক, হাঙ্গেরী। ১৫২টি দেশ।
র্যাঙ্ক ৮: মাল্টা, মালয়েশিয়া, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া। ১৫১টি দেশে ভিসা ছাড়াই যেতে পারে পাসপোর্টধারীরা।
র্যাঙ্ক ৯: পোল্যান্ড। পোল্যান্ডের পাসপোর্টধারীরা ১৫০টি দেশে ভিসা ছাড়া যেতে পারে।
র্যাঙ্ক ১০: শ্লোভেনিয়া, শ্লোভাকিয়া। ১৪৯টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ আছে।
এই জরিপে শুধু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্টের তালিকাই করা হয়নি। যেসব দেশের পাসপোর্ট দিয়ে সবচেয়ে কম দেশে ভিসা ছাড়া যাওয়া যায় তারও একটা তালিকা আছে। অর্থাৎ এই তালিকার দেশগুলোর পাসপোর্টের ক্ষমতা অনেক কম। দেখা যাক, সবচেয়ে কম ক্ষমতা সম্পন্ন পাসপোর্টের তালিকায় কোন কোন দেশের নাম আছে।
র্যাঙ্ক ১: আফগানিস্তান। ২৪টি দেশে ভিসা ছাড়া ঢুকতে পারে আফগানিস্তানের পাসপোর্টধারীরা।
র্যাঙ্ক ২: পাকিস্তান। ২৭টি দেশ।
র্যাঙ্ক ৩: ইরাক। ২৯টি দেশ।
র্যাঙ্ক ৪: সিরিয়া। ৩১টি দেশ।
র্যাঙ্ক ৫: সোমালিয়া। ৩১টি দেশ।
র্যাঙ্ক ৬: দক্ষিণ সুদান। ৩৬টি দেশ।
র্যাঙ্ক ৭: ইথিওপিয়া। ৩৬টি দেশ।
র্যাঙ্ক ৮: সুদান। ৩৬টি দেশ।
র্যাঙ্ক ৯: বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৩৭টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
র্যাঙ্ক ১০: ইরান। ৩৭টি দেশ।
সারা বিশ্বের র্যাঙ্কিং-এ ৮৯তম অবস্থানে আছে বাংলাদেশের পাসপোর্ট।