সিলেট জেলা পরিষদ নির্বাচন : ১ হাজার ৪শ ৯৩ জন’র ভোটে নির্বাচিত হবেন জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৬, ১:১০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
আসন্ন জেলা পরিষদ নির্বাচন নিয়ে ধীরে ধীরে সরগরম হতে শুরু করেছে সিলেটের মাঠ। ২০১৬ সনের সংশোধিত আইন অনুযায়ী সিলেটেও শুরু হচ্ছে জেলা পরিষদ নির্বাচন।এরই মধ্যে অনেক সম্ভাব্য প্রার্থী প্রচার প্রচারণা শ্ররু করেছেন। কেউ কেউ করছেন ফেইসবুকসহ নানান ভার্চুয়াল মাধ্যমে ডিজিটাল প্রচারণা।
সিলেট জেলার ১ হাজার ৪শ ৯৩ জন স্থানীয় সরকার জনপ্রতিনিধির ভোটেই নির্বাচিত হবেন জেলার প্রশাসক। ইতোমধ্যে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদের ১৫ ওয়ার্ডের চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে।
জেলা পরিষদের নির্বাচক মন্ডলীর ১৫ ওয়ার্ডের সীমানা নির্ধারণ করা হয়েছে। ১হাজার ৪শ ৯৩ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ভোটারের ভোটেই নির্বাচিত হবেন জেলা পরিষদের প্রতিনিধি। সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন জানান, সিলেট জেলা পরিষদ ১৫ ওয়ার্ডের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সূত্রমতে, জেলা পরিষদ আইন ২০০০, জেলা পরিষদ ওয়ার্ডের সীমানা র্নির্ধারণ বিধিমালা ২০১৬ এবং একই আইনের সেপ্টেম্বর ৫, ২০১৬ এর সংশোধিত ৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন গত ২ অক্টোবর সিলেট জেলা পরিষদের ওয়ার্ড সীমানা চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
চূড়ান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী সিলেট জেলা পরিষদের মোট ওয়ার্ড ১৫টি ও মহিলা সদস্য ওয়ার্ড ৫টি। ভোটারদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ জন, জেলার ১০৫ জন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ ১হাজার ৩শ ৬৫ জন, ১৩ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ৩৯ জন এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলরসহ ৫২জন। এই ১হাজার ৪শ ৯৩ জন ভোটারের সংখ্যাগরিষ্ঠ ভোট জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত করবেন। প্রতি ৩টি ওয়ার্ড মিলে মহিলা সদস্যদের জন্য একটি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী মহিলা সদস্য ওয়ার্ড হচ্ছে ৫ টি।