নবীগঞ্জে বিষপানে গৃহবধুর আত্মহত্যা, লাশ নিয়ে পালিয়েছে স্বামী
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৬, ৯:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জের নবীগঞ্জে বিষপানে আত্মহত্যা করেছেন আকলিমা বেগম (২৫) নামের এক গৃহবধূ। মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর তাঁর মৃত্যু হয়।
নিহত গৃহবধূ নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।
এদিকে কাউকে কিছু না বলে জুয়েল ও তার লোকজন লাশ নিয়ে হাসপাতাল থেকে লাশ নিয়ে পালিয়ে যান। লাশ নিয়ে পালিয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কি করে লাশ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে চলছে সর্বত্র আলোচনা-সমালোচনা।
হাসপাতালের মহিলা ওয়ার্ডের নার্স ও আয়া জানান, খেয়াল করিনি, লুকিয়ে লাশ নিয়ে গেছে জুয়েল নামের ওই ব্যক্তি।