সিলেট জেলা পরিষদ নির্বাচন : দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় মুহিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৬, ৩:৫৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা ভাবছেন। তবে তিনি জানান, প্রার্থী হওয়ার বিষয়টি দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের আলোচিত এই নেতা নিজ দল আওয়ামীলীগ থেকে এখনো কোন নির্বাচনে অংশগ্রহন করতে পারেননি। তার অনুসারী এলাকার নেতাকর্মীরা বলেন, সকল যোগ্যতা থাকা সত্ত্বেও দল থেকে বারবার বঞ্চিত রাখা হয়েছে পরিশ্রমী এই নেতাকে। বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগরে আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে জনপ্রিয় এই নেতা দুই বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজ দল আওয়ামীলীগ ও প্রতিপক্ষ বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এর পূর্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও পরবর্তীতে আওয়ামীলীগ তাকে মনোনয়ন দেয়নি। তিন থানার দলীয় নেতাকর্মীরা ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করলেও পরবর্তীতে নানা কারণে বঞ্চিত রাখা হয় মুহিবুর রহমানকে। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এলাকায় নেতাকর্মীরা গণপদত্যাগের হুমকি, সংবাদ সম্মেলন, গণস্বাক্ষর কর্মসুচী পালন করলেও টনক নড়েনি কেন্দ্রীয় নেতাদের। পরবর্তীতে নেতাকর্মীদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ভাবলেও দলীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান মুহিবুর রহমান।
এ ব্যাপারে মুহিবুর রহমান সুরমানিউজ টোয়েন্টিফোর.কম কে বলেন, দলীয় সিদ্ধান্তকে এখনো আমি শ্রদ্ধা করি। দল যে সিদ্ধান্ত নেবে আমি তা মাথা পেতে নেবো। দল আমাকে যোগ্য মনে করলে আমি যে কোন ডাকে সাড়া দিতে প্রস্তুত। আমার রাজনৈতিক জীবনে চাওয়ার কিছুই নাই। মাঠ পর্যায়ের সাধারন কর্মীরা আমাকে তাদের মনের মণিকোঠায় জায়গা দিয়েছে। তাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য।
জানা যায়, দেশ ও বিদেশে অবস্থানরত তার অনুসারী নেতাকর্মীরা ইতিমধ্যেই জেলা পরিষদ নির্বাচনে তাকে প্রার্থী হতে চাপ সৃষ্টি করছেন। অনেকেই এরই মধ্য মাঠ পর্যায়ে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। তারা জানান, আমরাও দলীয় সিদ্ধান্তকে সম্মান জানাই। পূর্বে দলের সিদ্ধান্তকে সম্মান জানাতে গিয়ে আমাদের চাওয়াকে জলাঞ্জলী দিয়েছি। অপেক্ষায় আছি আমাদের প্রিয় এই নেতাকে দল থেকে যথাযথ মুল্যায়ন করা হবে।