১৮ বছরের যুবতী তানিয়া এখন পুরুষ!
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৬, ৭:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার তানিয়া খাতুন (১৮) এখন পরিপূর্ণ তরুণ। তাকে ঘিরে মানুষের কৌতুহল বাধ মানছে না। তানিয়াকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে নারী পুরুষ শিশুরা ছুটে আসছেন তাদের বাড়িতে। তার আগের জীবন এবং বদলে যাওয়া নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। লোকজন আটকাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তানিয়ার বাবা তোফাজ্জল হোসেন জানান, তানিয়া বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় ঈদ-উল-আযাহার দু’দিন পর থেকে মেয়ের শারীরিক গঠনে পরিবর্তন দেখা যায়। গত কয়েক দিন থেকে তার শারীরিক গঠন ক্রমাগত পরিবর্তন হয়েছে। পরবর্তীতে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি স্থানীয় ডাক্তারের মাধ্যমে নিশ্চিত হন তারা। যেহেতু সে পুরুষ হয়েছে তার নাম আকিকা করে পরিবর্তন করা হবে।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে সরেজমিন দেখতে যান নি।
এ ব্যাপারে গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, শরীরে হরমোন জনিত কারণে এ পরিবর্তন হতে পারে। তবে পরিপূর্ণ পরিবর্তন আসতে অন্তত ৬ মাস সময় লাগে।