বাড়িতে বিদ্যুতের তার থেকে আগুন লেগে আপন দুই বোনসহ ৪ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:০৬:০৭,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৬

ফাইল ছবি
সুরমা নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি বাড়িতে বিদ্যুতের তার থেকে আগুন লেগে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ফলে দুর্গাপুজার উৎসবের দিনে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন- পুলিশ কনস্টেল খরেশ চন্দ্রের স্ত্রী কেয়া রানী (৩৮), ছেলে নির্ণয় (৮), মেয়ে নাইস (১০) ও কেয়ার বোন সন্ধ্যা রানী (৩৪)। আহত হয়েছেন আরও তিনজন।এরমধ্যে খরেশ চন্দ্রও রয়েছেন। তিনি পুজোর ছুটিতে ছিলেন।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামের ওই বাড়িতে ‘বিদ্যুতের তার ছিঁড়ে’ আগুন লেগে যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন,” ভোরে ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে খরেশ চন্দ্রের বাড়িতে আগুন ধরে যায় এবং পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা একটি মোটরসাইকেল বিস্ফোরিত হয়। খরেশ চন্দ্রের স্ত্রী ও শ্যালিকা ঘটনাস্থলেই মারা যান।”
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।