খাদিজার শারীরিক অবস্থার আরো উন্নতি, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৬, ২:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতার নৃশংসতার শিকার খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার আরো একটু উন্নতি হয়েছে।
নার্গিসের লাইফ সাপোর্ট নির্ভরতা কমছে। তাই এ ব্যবস্থার বদলে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ নিয়েছেন তারা। স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কনসালটেন্ট এবং হাসপাতালটির অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দীন জানিয়েছেন।
আস্তে আস্তে তাকে লাইফ সার্পোট থেকে সরিয়ে নেওয়ার প্রথম ধাপ হিসেবেই এই উদ্যোগ বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, মুখ থেকে অক্সিজেন নল খুলে নার্গিসের গলার সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর প্রথমে নার্গিসকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে নার্গিসের অপারেশনকারী চিকিৎসক নিউরো সার্জন ডা.এ এম রেজাউস সাত্তার শনিবার সাংবাদিকদের জানান, ‘খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। তার শরীর রেসপন্স করছে।