ব্রিটেনে সাদা ভ্যান থেকে স্কুল ছাত্রীদের সর্তক থাকার আহবান
প্রকাশিত হয়েছে : ১:১০:০২,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৬
লন্ডন প্রতিনিধি:
সাউথ লন্ডনের একটি রাস্তা থেকে স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপরহণের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এব্যাপারে স্কুল ছাত্রী ও অভিভাবকদের সর্তক থাকার আহবান জানানো হয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিভাবকদের জানিয়েছে স্কুল ছাত্রীরা যাতে স্কুলে যাওয়া ও আসার সময় একাকি চলাচল না করে। গ্রুপ হয়ে স্কুলে যাওয়া ও আসার পরামর্শ প্রদান করা হয়েছে।
পুলিশ জানিয়েছে গত বুধবার সকাল ৮টায় লেনার্ড রোড়স্থ হেরিস গার্লস স্কুলের এক ছাত্রীকে সকাল ৮টায় একটি সাদা বাস অনুসরন করে। এসময় একজন পথচারী তাকে জোরপূর্বক সাদা গাড়ীতে তুলার চেষ্টা করে। স্কুলের সহকারী প্রিন্সিপাল পরে পুলিশকে ফোন করে বিষয়টি অবহিত করেন।
এব্যাপারে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছে।