পাসপোর্টের ফি এবং মেয়াদ বাড়ছে
প্রকাশিত হয়েছে : ১২:৫১:৪৩,অপরাহ্ন ১১ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
পাসপোর্টের ফি ও মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাসপোর্টের পাতা না বাড়লেও ফি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে ৫ বছর থেকে ১০ বছর করা হচ্ছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এন এম জিয়াউল আলমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস।