বালাগঞ্জে জমে উঠছে কাবাডি লীগ
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৬, ১২:০৮ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা প্রথম কাবাডিলীগ জমে উঠছে। গ্রামীণ জনপদে কাবাডি কোডের ভিতরে খেলোয়াড়দের হাঁকডাকে পড়ন্ত বিকেলে মাঠে উপচেপড়া দর্শকদের বাড়তী আনন্দ দিচ্ছে। শনিবার থেকে উপজেলার ওসমানীগঞ্জ বাজারে কাবাডি লীগের ২য় ভেন্যুতে প্রথম ম্যাচ অনুষ্টিত হয়। মাঠের সাজসজ্জা ও প্রাকৃতিক মনোরম পরিবেশ দর্শকদেরকে আকৃষ্ট করছে। মাঠের প্রবেশদ্বারে বর্ণিল সাজে তুরন নির্মান করা হয়েছে। চারিদিকে পতপত করে উড়ছে রং বেরঙের নিশান। প্রতি দিন দূর-দুরান্ত থেকে দর্শকরা এসে নির্ধারিত ভেন্যু গুলোতে খেলা উপভোগ করছেন। ২য় ভেন্যুতে খেলা শুরুর পূর্বে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন, আয়োজক সংস্থার সভাপতি এম মুজিবুর রহমান। সংস্থার সাধারন সম্পাদক ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূরের পরিচলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাফুফের রেফারী আনোয়ার হোসেন সাজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক জালাল উদ্দীন, সাবেক মেম্বার নেপুর আলম, বর্তমান মেম্বার আবুল কালাম খান, জালাল আহমদ ও সমাজ সেবক আব্দুল নুর প্রমুখ। উল্লেখ্য, ‘বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় কল্যাণ সংস্থার’ উদ্যোগে ২৩সেপ্টেম্বর মুরার বাজার সংলগ্ন মাঠে বর্ণিল আয়োজনে কাবাডি লীগের শুভ উদ্ভোধন করা হয়। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরার বাজার সংলগ্ন মাঠ ও পুর্ব গৌরীপুর ইউনিয়নের ওসমানীগঞ্জ বাজার মাঠের পৃথক দু’টি ভেন্যুতে খেলা হচ্ছে। এই লীগে আন্ত উপজেলার ৮টি দল অংশ গ্রহন করছে।