দেশের সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৫১,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন ) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বল্প সময়ের মধ্যেই নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট http://result.dghs.gov.bd থেকে ফল জানা যাবে।
উল্লেখ্য, এবার ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৮৬ হাজার ৮৯৫ জন। ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে মোট ৩ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বর্তমানে সরকারি কলেজে আসন সংখ্যা ৩ হাজার ২১২ এবং বেসরকারি কলেজে ৬ হাজার ২০৫টি।