লিফটে আটকা পড়লেন স্বাস্থ্যমন্ত্রী, গেইট ভেঙে উদ্ধার করল ফায়ার সার্ভিস
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:৪৮,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
সচিবালয় ভবনের লিফটে প্রায় আধা ঘণ্টা আটকা ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন।
সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
সচিবালয়ে এই লিফটটি মাত্র কয়েক মাস আগে বসানো হয়েছিলো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সচিবালয়ের নিজের দপ্তর থেকে বের হয়ে লিফটে উঠে চারতলা থেকে তিনতলা পর্যন্ত নামতেই লিফট আটকে যায়। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফট আটকে গিয়েছিল।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আব্দুল জলিল জানান, মন্ত্রীর লিফটে আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে তারা আসেন। তৃতীয় তলায় লিফটের গেইট ভেঙে তারা মন্ত্রীকে বের করেন।
“মন্ত্রীর সঙ্গে লিফটম্যানসহ মোট সাতজন আটকা পড়েছিলেন। বৈদ্যুতিক গোলযোগের জন্য লিফট আটকে গিয়েছিল বলে ধারণা করছি।”