সিলেট মহানগর জাপার আহবায়ক হলেন ইয়াহইয়া চৌধুরী এমপি
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:২৫,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬
সিলেট প্রতিনিধি:
সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে আহবায়ক ও সিলেট মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল হাই কাইয়ুমকে সদস্য সচিব করে মহানগর জাপার ৭১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গত ৮ অক্টোবর শনিবার গঠনতন্ত্রের ২০-১ এর (ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই কমিটি অনুমোদন দেন জাপা চেয়ারম্যান। আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটির গঠনের সত্যতা স্বীকার করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।