ম্যাচ শেষে তামিমকে শাসালেন স্টোকস, পরে বিতর্কিত টুইট
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৬, ৬:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
শুরুটা বাটলারকে দিয়ে, এতে জড়িয়ে গেলেন বেন স্টোকসও। তার আচরণ আরও ঔদ্ধত্য। আউট হবার পর বাংলাদেশের উযদাপন পছন্দ না হওয়ায় মাঠেই তেড়ে গিয়েছিলেন বাটলার।
এই ঘটনা মাশরাফি ও দুই আম্পায়ার থামালেও ম্যাচ শেষে এর রেশেই যোগ দেন বেন স্টোকস। বাংলাদেশ জেতার পর দুই দলের হাত মেলানোর সময় জনি ব্যারিস্টোকে কিছু একটা বলছিলেন তামিম কিন্তু পেছন থেকে তেড়েফুঁড়ে গিয়ে তামিমকে ধাক্কা মেরে বসেন স্টোকস। পরে সাকিব আল হাসান দুজনকে নিভৃত করেন।
রাতে টুইটারে এ ব্যাপারে একটি টুইট করেন স্টোকস। ঘটনার ব্যাখ্যা দিয়ে এতে তিনি লিখেছেন, ‘জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। কিন্তু আমার কোনো সতীর্থকে হাত মেলানোর সময় কঠিন কিছু বলা আমি একদমই মেনে নেব না।’
তবে স্টোকসের এই আচরণ ভালো লাগেনি অনেকেরই। মাঠের বিষয় মাঠের বাইরে টেনে নেয়া ক্রিকেটীয় ভদ্রতার পরিপন্থী বলে মত অনেক ইংলিশ সমর্থকেরই। বাংলাদেশের অতিরিক্ত উদযাপনের সমালোচনা করেও বাটলার স্টোকসকে ইংলিশ ভদ্রতার ইতিহাস মনে করিয়ে রিটুইট করতে দেখে গেছে অনেককে।
এই ঘটনা দুদলই এড়াতে পারত মত স্টোকসের টুইটে মন্তব্য করা অনেক ক্রিকেট সমর্থকদের মত।