সৌদি আরবে কোন প্রবাসী কর্মীর বয়স ৬০ হলেই তাকে ২ জন কর্মীর সমান বিবেচনা করা হবে
প্রকাশিত হয়েছে : ৬:০৬:৪০,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
নিতাকাত সৌদিকরণ প্রকল্পের অংশ হিসেব, এখন থেকে সৌদি আরবে যে কোন প্রবাসী কর্মীর বয়স ৬০ বছর হলে, তাকে ২ জন প্রবাসীর সমান বলে বিবেচনা করা হবে। আল-মদিনা আরবী নিউজপেপারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট। তবে যে সমস্ত প্রবাসী বিনিয়োগকারী বা শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অথবা চিকিৎসা পেশার সাথে জড়িত, তাদের বয়স ৬০ বছরের বেশি হলেও তাদেরকে ২ জন কর্মীর সমপরিমাণ বলে বিবেচনা করা হবে না। আবার ফার্মাসিস্ট বা মেডিকেল টেকনিশিয়ান প্রবাসী কর্মীর বয়স ৬০ বছর হলে তাদের প্রত্যেককে ২ জন কর্মীর সমপরিমাণ হিসেবেই বিবেচনা করা হবে।
২৫ বছরের মধ্যে সৌদি আরবের শ্রমবাজারে সৌদি নাগরিকদের প্রাধান্য তৈরি করতে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় পরিকল্পিতভাবে পদক্ষেপ নিচ্ছে। এই ২৫ বছরের সময়সীমা শুরু হয়েছে ২০১০ সাল থেকে। সৌদিকরণের জন্য পরিকল্পিত পদক্ষেপগুলো নেয়ার ফলে এরই মধ্যে দেশটির বেশ কিছু খাতে প্রবাসী কর্মীদের কাজের সুযোগ সীমিত করা হয়েছে। গত ৬ মাসে সৌদি আরবের মোবাইল ফোন খাতকে সম্পূর্ণভাবে প্রবাসী-মুক্ত করা হয়েছে। এর ফলে বিপুল সংখ্যক প্রবাসী কর্মী তাদের কাজ হারিয়েছে।
তবে কোন প্রবাসী কর্মীর বয়স ৬০ বছর হলে তাকে ২ জন কর্মীর সমান বেতন দেয়া হবে নাকি তার পরিমাণ বেতনে আরো দু’জন কর্মী নিয়োগ দেয়া সম্ভব সেটা পরিষ্কার করা হয়নি প্রতিবেদনে।