ব্রিটেনের ছায়া সরকারের মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক
প্রকাশিত হয়েছে : ৫:৪২:০৩,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬
লন্ডন অফিস:
ব্রিটেনের পার্লামেন্টে বিরোধী লেবার পার্টি থেকে বাল্য শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে নিজের ব্লগে এ কথা জানান টিউলিপ। ব্রিটেনের নিয়ম অনুসারে প্রতি সপ্তাহে শিশুদের জন্য ৩০ ঘণ্টা অবৈতনিক সেবার বিষয়টি নিশ্চিত করতে টিউলিপ কাজ করবেন বলেও ব্লগে উল্লেখ করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, এঞ্জেলা রেইনার নেতৃত্বাধীন চমৎকার একটি দলের সঙ্গে যোগদান করছি। সামনের সারি থেকে সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করার সুযোগ পাব বলে আমি আনন্দিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক সিলেক্ট কমিটিরও সদস্য। গতবছর মে মাসে পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আগে তিনি রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর ছিলেন। নেতৃত্ব নির্বাচনে নতুন করে ভোটের পর লেবার পার্টির শীর্ষ নেতা জেরোমি করবিন তার ছায়া মন্ত্রীসভা ঢেলে সাজিয়েছেন। যেখানে টিউলিপকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রথমবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন করবিন। সেবার ৫৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। ঐতিহাসিক গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসার পর দলের নেতৃত্ব থেকে করবিনের সরে যাওয়ার দাবি তুলেছিলেন ছায়া মন্ত্রিসভার অর্ধেকের বেশি সদস্য। যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির অধিকাংশ এমপিও গোপন ব্যালটে করবিনের বিরুদ্ধে অনাস্থা জানান। এরপর নতুন করে নেতৃত্বের পরীক্ষা দিতে হয় করবিনকে। ওই পরীক্ষায় ওয়েন স্মিথকে হারিয়ে পার্টি সদস্যদের ৬২ শতাংশ ভোট পেয়ে নেতা নির্বাচিত হন করবিন। এক বছরের মধ্যে দ্বিতীয়বার দলের নেতা নির্বাচনের ভোটে টিউলিপ সমর্থন দিয়েছিলেন স্মিথকে। তবে ভোটের পর করবিনের নেতৃত্ব মেনে নেন তিনি।