মাশরাফি ঝড়ে বাংলাদেশের টার্গেট ২৩৯
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৬, ১০:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ২৩৮ রান। মাশরাফি ৩টি ছক্কা ও ২টি বাউন্ডারি মাধ্যমে ২৯ বলে ৪৪ রান করে রানআউট হয়ে ফিরে যান। শেষ পর্যন্ত ২৭ বলে ২৭ রান নিয়ে নাসির ও ১ বলে কোনো রান না করে অপরাজিত ছিলেন শফিউল।
রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিক বাংলাদেশ। স্টেডিয়ামে টাইগারদের হয়ে আগে ব্যাট করতে নামেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানেই আউট হয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস। ব্যক্তিগত ১১ রান করে ওকসের বলে উইলির হাতে ক্যাচ দেন কায়েস। এরপরই সেই ওকসের পরের ওভারে আউট হয়ে ফিরলেন তামিমও (১৪)। ফলে মাত্র ২৬ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে ৪৬ রানের জুটি গড়েছিলেন তামিম-ইমরুল। সে ম্যাচে তামিম ব্যক্তিগত ১৭ রানে ফিরে গেলেও ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ইমরুল। দ্বিতীয় ওয়ানডেতে সতর্ক থেকেই শুরু করে এই জুটি। তবে ইনিংসের সপ্তম ওভারে ক্রিস ওকসের করা পঞ্চম বলে টপ এজ হয়ে উইলির হাতে ধরা পড়েন ইমরুল। ফিরে যাবার আগে দু’টি চারের সাহায্যে ১৮ বলে ১১ রান করেন তিনি। আর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে শতক হাঁকানো তামিম এ ম্যাচে একমাত্র বাউন্ডারিতে ৩১ বল খেলে ১৪ রান করে আউট মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে। এছাড়া ও ২১ বলে ৩ রান করে আউট হন সাব্বির রহমান, ৮৮ বলে ৭৫রান করেন মাহমুদুল্লাহ, মুসফিক করেন ২৩ বলে ২১ রান। গত ম্যাচে ৭৯ রান করা সাকিব আল হাসান ১৪ বলে ৩ রান করে স্টোকের বলে অধিনায়ক বাটলারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন। এছাড়া আদিল রাশিদের বলে মঈন আলীর হতে ক্যাচ তুলে দিয়ে ৪৯ বলে ২৯ রান করে আউট হন মোসাদ্দেক হোসেন।
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাটকীয়ভাবে হেরে যাওয়ার পর টাইগারদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর টার্গেট। আর সেই টার্গেট পূরণে মাশরাফি বাহিনী সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নামে।