জঙ্গি হামলায় ক্রিকেট টিম!
প্রকাশিত হয়েছে : ১০:৪০:৩৩,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
রোববার সকাল সাড়ে আটটা। হোটেল রেডিসন ব্ল থেকে খেলোযাড়দের বহনকারি গাড়িটি এগিয়ে যাচ্ছে পুলিশ পাহারায় চট্টগ্রাম ক্লাব পেরিয়ে লালখান বাজার ইস্পানি মোড় এলাকায় এগিয়ে যাচ্ছে। গন্তব্য সাগরিকাস্থ জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম। সামনে-পিছে আর দু’পাশে পুলিশ বিশেষ নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে গাড়িটিকে। এ সময় পিকআপ ভ্যান নিয়ে জঙ্গিদের একটি দল আক্রমন করলো ক্রিকেট খেলোয়াড়দের গাড়ি, নিক্ষেপ করলো বোমা! এমন দৃশ্যটির সঙ্গে বাস্তবতার মিল নেই। যদি কখনো এ ধরনের ঘটনা ঘটে তবে কী করবে আইন শৃঙ্খলাবাহিনী? সেই রুদ্ধশ্বাস ‘মহড়া’ হয়ে গেল রোববার সকাল সাড়ে আটটায়। এ সময় বিকট আওয়াজে ফুটল দুটি সাউন্ড গ্রেনেড। ক্রিকেট খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ চারপাশ থেকে অভিযান শুরু করলো। জঙ্গিদের আনা পিকআপভ্যানটিকে ক্রেন দিয়ে উপড়ে ফেলা হলো মুহূর্তেই। মাত্র ১৫ মিনিটের মধ্যে জঙ্গিদের মেরে ফেলা হলো! খেলোযাড়দের উদ্ধার করে কঠোর নিরাপত্তায় পুনরায় খেলোয়াড়দের গাড়িটিকে নিয়ে যায় জহুর আহম্মেদ স্টেডিয়ামে। এরপর সেখানে হলো আরেক মহড়া।
এ মহড়ার মাধ্যমে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ওয়ানডে ও টেস্ট সিরিজ উপলক্ষে কিরকম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তা উপস্থাপন। যার মাধ্যমে যেকোনও নাশকতা মোকাবিলা করে কিভাবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায়। পুলিশের এই বিশেষ মহড়ায় নেতৃত্ব দেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য অংশ নেন।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জহুর আহম্মেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন সময়ে ৬ স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।
আগামী ১২ অক্টোবর বাংলাদেশ ও ইংল্যান্ড দলের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ এবং ২০ থেকে ২৪ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শুরুর আগে ১৪ থেকে ১৫ এবং ১৬ থেকে ১৭ অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।