বেসরকারি শিক্ষক পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৬, ৯:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশিত হয়েছে। নির্বাচিতদের তালিকা পাওয়া যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে।
রোববার (৯ অক্টোবর) বিকেল তিনটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নির্বাচিত ১২ হাজার ৬১৯ জন শিক্ষকদের তালিকা প্রকাশ করেন।
গত বছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে শূন্য পদের তালিকা চায় এনটিআরসিএ। চলতি বছরে শূন্য পদের তালিকা দেন প্রতিষ্ঠান প্রধানরা। এ তালিকার ভিত্তিতে ৬ হাজার ৪৭০ শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ হাজার ৬৬৯ টি পদের বিপরীতে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা অনলাইনে আবেদন করেন।
শিক্ষামন্ত্রী জানান, ১৪ হাজার ৬৬৯ টি পদের নিয়োগ দেওয়ার কথা থাকলেও ৭১৮ টি পদের বিপরীতে কোন আবেদন পাওয়া যায়নি। আর ৬৮০ পদের নিয়োগ স্থগিত রাখা হয়েছে। এছাড়া সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে নিয়োগের ব্যাপারে মামলা চলায় ১০৯৫ পদে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এএমএম আজহার।