শ্রীমঙ্গলে আই এফ আই সি ব্যাংক এর ৪০ বছর পূর্তী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৬, ৭:৫৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
আই এফ আই সি ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি প্রাইভেট ব্যানিজ্যিক ব্যাংক। এটি ১৯৭৬ সালে যাত্রা শুরু করে ৪০ বছর অতিক্রম করেছে । রোববার দুপুরে আই এফ আই সি ব্যাংক এর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শাখার উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে ৪০ বছর পূর্তী উদযাপন করা হয়। আই এফ আই সি ব্যাংক ম্যানাজার মনির হোসেনের পরিচালনায় এ উদযাপন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল টি টাওন রেষ্ট হাউজের স্বত্ত্বাধীকারী শাহ মো: আব্দুল আজীজ, শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমের চেয়ারম্যান মোছাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম সোহেল, নাগরদোলা সাহিত্য পত্রিকার সহ সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু প্রমুখ। এবং আই এফ আই সি ব্যাংক এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।