খাদিজার অবস্থা উন্নতির দিকে
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৬, ৬:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা স্কয়ার হাসপাতাল থেকে:
সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা উন্নতি দিকে বলে জানিয়েছেন তার চাচা ফয়েজুল ইসলাম।
রোববার (০৯ অক্টোবর) সকালে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে এ কথা জানান তিনি।
ফয়েজুল ইসলাম বলেন, সকাল ৯টায় চিকিৎসক দেখেছেন। তিনি জানান খাদিজার অবস্থার অবনতি নেই। তার শারীরিক অবস্থা ধীরে-ধীরে উন্নতি হচ্ছে।
তিনি জানান, নার্গিসের মা এখনও দুঃচিন্তায় আছেন। গত বৃহস্পতিবার তার বাবা মাসুক মিয়া সিলেটে ফিরে গেছেন। পুরো পরিবারটির ওপর এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
আর কোনো মেয়ের জীবনে যেন এ ধরনের আঘাত না আসে, এজন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন ফয়েজুল।
খাদিজা ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে রয়েছেন চাচা ফয়েজুল ইসলাম ও ভাই শাহীন আহমেদ।
গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক নেতা বদরুল আলম। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রতিবাদে ফুঁসে উঠে গোটা দেশ।