জানাজায় বিমান হামলা, নিহত ১৪০
প্রকাশিত হয়েছে : ৬:১৩:৫৭,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
ইয়েমেনের রাজধানী সানায় একটি জানাজায় বিমান হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। শনিবার ওই হামলায় আহত হয়েছে পাঁচ শতাধিক। জাতিসংঘের একজন উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির অনলাইন ভার্সনে এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
ইয়েমেনে জাতিসংঘের মানবিক কার্যক্রমের সমন্বয়কারী জেমি ম্যাকগোল্ডরিক এ ঘটনাকে ‘লোমহর্ষক হামলা’ বলে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানান। হামলার দ্রুত তদন্তের আহ্বান জানান তিনি।
তাৎক্ষণিকভাবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী-নিয়ন্ত্রিত সরকারের অভিযোগ, সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী বিমান হামলা চালিয়েছে। অবশ্য তাদের এ অভিযোগ অস্বীকার করেছে সৌদি।
হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত সরকার জানায়, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আল-রাবিশানের বাবার জানাজায় ওই হামলা চালানো হয়। সেখানে শত শত বেসামরিক মানুষ উপস্থিত ছিল। এছাড়া হামলায় হুতি বিদ্রোহীদের বেশ কিছু সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মুরাদ তৌফিক নামের এক উদ্ধারকারী বিমান হামলার পর ঘটনাস্থলের পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে ঘটনাস্থলকে ‘রক্তের হ্রদ’ বলে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) জানায়, মরদেহ সরিয়ে নিতে তারা ৩০০টি ব্যাগ প্রস্তুত করেছে। তাদের দাবি, স্থানটিতে কয়েকটি বিমানের সাহায্যে হামলা হয়েছে।
এ হামলার পর হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইস বলেন, সৌদি আরবের সাথে মার্কিন নিরাপত্তা বাহিনীর কো-অপারেশন ফাঁকা চেকের মতো আনলিমিটেড নয়। জোটকে সমর্থন দেয়া কমিয়ে আনতে অবিলম্বে পর্যালোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে সরকারের বিরোধী শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে সৌদি ও তার মিত্র দেশগুলো। তাদের হামলায় এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত ও প্রায় ১৬ হাজার আহত হয়েছে।
সূত্র: বিবিসি