ওয়ার্ক পারমিট নবায়নে ইতালী প্রবাসীদের জন্য সুখবর
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৬, ৪:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছে, তখন ইতালীও এর বাইরে নয়। ইতালীতে অর্থনৈতিক মন্দার কারণে চাকরির বাজারেও চলছে দুর্দিন। দূর প্রবাসে এসেও চাকরি যেন সোনার হরিন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে চাকুরিরত মানুষরাও এই দূর বিদেশে বেঁচে থাকার সম্বল চাকরি হারিয়ে অসহায়ের মত ঘুরে ফিরছেন দ্বারে দ্বারে। এরই মধ্যে যদি শেষ হয়ে আসে ওয়ার্ক পারমিটের মেয়াদ তবে তো কথাই নেই। অসহায় মানুষগুলো কোন উপায় না পেয়ে বেছে নেন অবৈধ উপায়ে ওয়ার্ক পারমিট নবায়নের পদ্ধতি। সরকার এসব অসহায় বিদেশীদের সাহায্যার্থে গত ১৬ ই জুলাই ২০১২ তে সংবিধানের ৪ নম্বর আর্টিকেলের ৩০ নম্বর কোটেশনের মাধ্যমে ‘রিফরমা দেল লাভোরো’ নামে একটি আইন পরিবর্তন করেছিল। সেই আইন অনুযায়ী চাকুরিহীন ব্যক্তি তার ওয়ার্ক পারমিট নবায়নের জন্য ‘আত্তেজা দি অক্কুপাসসিওনে’ যার বাংলা অর্থ বেকারত্তের উপর এক বছর মেয়াদী ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে। উল্লেক্ষ্য, এর আগে বেকারত্তের ওয়ার্ক পারমিটের সময়সীমা ছিল ৬ মাস। আর বর্তমানে সরকার সে আইন সংশোধন করে নতুন একটি আইনে স্বাক্ষর করেছে যেখানে এই বেকারত্তের উপর ইতালীতে বসবাসরত প্রবাসীরা তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করতে দিলে এর সর্বোচ্চ সময় বেঁধে দেয়া হয়েছে ২ বছর পর্যন্ত। তার মানে, এখন থেকে আপনি বেকারত্তের উপর ইতালীতে ওয়ার্ক পারমিট নবায়ন করতে দিলে আপনাকে ২ বছরের জন্য নবায়ন করে দেয়া হবে। এই অর্থনৈতিক মন্দার বাজারে ইতালীতে বসবাসরত প্রবাসীদের জন্য যেন এটা আনন্দের সংবাদই বটে।