দিনাজপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৬, ৪:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অটোরিকশায় বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তার বাবা-মা।
রোববার সকাল ৭টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান।
নিহত মেয়েটির নাম ফিয়ান, বয়স ১০ বছর। দিনাজপুরের বিরল উপজেলার চাতারিপাড়া গ্রামে তাদের বাড়ি।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মশিউর রহমান জানান, ফিয়ানের বাবা নুরুন নবী অটোরিকশা চালান। সকালে স্ত্রী খাদিজা বেগম ও মেয়েকে নিয়ে নিজের অটোরিকশায় করে তিনি ফুলবাড়ী উপজেলায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
আমতলী এলাকায় ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফিয়ানের মৃত্যু হয়। পরে তার বাবা-মাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এসআই মশিউর জানান।
তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি বা চালককে আটক করা যায়নি। নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।