গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক অভিযানে চার জঙ্গি নিহত
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৬, ১২:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকার দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে দুই জঙ্গির নিহত হবার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম জানা যায়নি। অভিযান কাউন্টার টেররিজম ইউনিটের পাশাপাশি র্যাবও অংশ নিয়েছে। গাজীপুরের পাশাপাশি প্রায় একই সময়ে টাঙ্গাইল পৌর এলাকার একটি বাড়িতে জঙ্গি বিরোধী অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। টাঙ্গাইল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামে আযহার মুন্সির মালিকানাধীন বাসায় জঙ্গি থাকার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
শনিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনায় তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে গাজীপুরের হারিনাল এলাকায় পশ্চিমপাড়া ও পাতারটেকে এই অভিযান চলছে। । সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বাড়ি ঘিরে রেখেছে।
শনিবার (০৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
একতলা বাড়িটি ঘিরে রাখা হয়েছে।