শ্রীমঙ্গলে মহা ষষ্টির মধ্য দিয়ে শুরু হলো দূর্গাপূজা
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৬, ১১:৩২ অপরাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
পুজোর খুশির রং লাগলো শিউলি ফুলের ডালে। নাচে-গানে বিভোর সবে। মহা ষষ্টি পুজার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা ।
আজ শুক্রবার জেলার প্রতিটি পুজা মন্ডপে আনুষ্টানিক ভাবে এ পূজার শুরু হয়। আজ সকালে বেল গাছের নিচে পুরোহিতরা বেলষষ্টি পূজা করে এ পূজার সুচনা করেন। এসময় ভক্তদের মনে আনন্দের বার্তা বয়ে যায়। এবার মৌলভীবাজার জেলায় সার্বজনীন প্রায় ৮১৮ টি পূজা মন্ডপে পুজিত হচ্ছেন দেবী দূর্গা।