ঢাকা-সিলেট চারলেন সড়ক নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর রবিবার
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৬, ৮:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকা-সিলেট মহাসড়ককে চারলেনে উন্নীত করণের কাজ শুরু হচ্ছে। রবিবার চীনের একটি কোম্পানীর সাথে চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ সরকার।
দুপুর ১২টায় ঢাকার হোটেল রেডিসনে এই চুক্তি স্বাক্ষর করা হবে। জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেনের আন্তরিক প্রচেষ্ঠায় এই প্রকল্প দ্রুততম সময় বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৮ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করবে চীনের প্রতিষ্ঠানটি। ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।