সিলেটের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বসানো হবে সিসি ক্যামেরা
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৬, ১১:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ আমিনুর রহমান বলেছেন, সিলেটের সব শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর ২০১৬) সকালে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীদের কাছ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেয়া স্মারকলিপি গ্রহনকালে তিনি একথা জানান।
আমিনুর রহমান জানান, দূর্গাপূজার ছুটির পর সিলেট ব্লুবার্ড স্কুল এন্ড কলেজে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকেই এর আওতায় আনা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার শাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুলের শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহন করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ আমিনুর রহমান। তিনি আন্দোলনরত আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।