স্পিন বান্ধব নয় স্পোর্টিং উইকেট চান মাশরাফি
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৬, ১১:০৯ অপরাহ্ণ
উপমহাদেশে খেলতে এলে ইংলিশ ব্যাটসম্যানদের চিরায়ত দুর্বলতা স্পিন দিয়েই ঘায়েল করার সহজ পরিকল্পনা আঁটে উপমহাদেশীয় দলগুলো। বাংলাদেশও আগে এমনটিই করত। তবে মাশরাফির ভাবনা ভিন্ন। স্পিন বান্ধব স্লো উইকেট নয়, মাশরাফি চান ইংল্যান্ডের সাথে খেলো হোক স্পোর্টিং উইকেটে। যেখানে পেসারদেরও সুযোগ থাকবে।
বৃহস্পতিবার সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে উইকেটের নিয়ে টাইগার অধিনায়কের সোজা জবাব, “গত দুই বছর যদি বাংলাদেশের উইকেট দেখেন, খুব বেশি টার্নিং উইকেট ছিল না। আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুটা স্লো উইকেট যখন ছিল প্রথম ওয়ানডেতে, আমরা ধুঁকেছি। আমি তাই মনে করি না আমরা শুধু স্পিনেই নির্ভর করব। আমাদের সব বিভাগই ভালো করছে। আমরা গোটা দলের ওপরই ভরসা করছি।”
গত কয়েকটি সিরিজে বাংলাদেশে চার পেসার নিয়েও খেলে সাফল্য পেয়েছে। তবে মোস্তাফিজ না থাকায় চার পেসার খেলার পরিকল্পনার পথে যাবে না বাংলাদেশ। কিন্তু তিন পেসার যে থাকছেন তা অনেকটাই নিশ্চিত।
এদিকে ইংলিশ দলনায়ক জস বাটলার বাংলাদেশকেই ফেবারিট মানছেন। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই অধিনায়কই।
শুক্রবার দুপুরে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।