কাবাডি বিশ্বকাপ থেকে বাদ পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৬, ১:৩০ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
ভারতের আহমেদাবাদে আগামীকাল থেকে শুরু হচ্ছে কাবাডি বিশ্বকাপ। বিশ্বের অন্যতম শক্তিশালী কাবাডি দল পাকিস্তান। কিন্তু ভারত-পাকিস্তানের কাশ্মীর সীমান্ত নিয়ে প্রবল উত্তেজনা বিরাজ করায় এবারের বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন জানিয়েছে, ‘পাকিস্তান আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের অন্যতম সদস্য। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্ত নিয়ে বর্তমানে যে উত্তেজনা বিরাজ করছে তাতে এখন ভারতের মাটিতে গিয়ে পাকিস্তানের খেলার সঠিক সময় নয়। এতে বাধ্য হয়ে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে।’ তবে ফেডারেশনের এই সিদ্ধান্তে অবাক পাকিস্তান কাবাডি ফেডারেশন। তারা ভারত সফরে কখনো অনিচ্ছা দেখায়নি। পাকিস্তান কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক রানা মোহাম্মদ সারওয়ার বলেন, ‘পাকিস্তান ছাড়া কাবাডি বিশ্বকাপ পরিপূর্ল হতে পারে না। পাকিস্তান ছাড়া বিশ্বকাপ কোনো বিশ্বকাপ নয়। পাকিস্তান ছাড়া কাবাডি বিশ্বকাপ মানে ব্রাজিল ছাড়া ফুটবল বিশ্বকাপ’। দুই সপ্তাহব্যপী এ বিশ্বকাপ ১২টি দলের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান বাদ যাওয়ায় শিরোপার জন্য লড়বে ১১টি দল। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র। এছাড়া খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা ও স্বাগতিক ভারত। ২০০৪ ও ২০০৭- সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। ৮ বছর পর এবারের বিশ্বকাপ হচ্ছে।