জিন্দাবাজারে রিকশাচালককে পিটিয়ে রক্তাক্ত, আটক ২
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৬, ১১:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে খোকন মিয়া (২৫) নামের এক রিকশাচালককে পিটিয়ে রক্তাক্ত করেছে ৩ যুবক। রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রিকশাচালক খোকন নেত্রকোনা জেলার কাকাইল গ্রামের বাসিন্দা।
জানা যায়, তিন যুবক রিকশাচালক খোকনকে আম্বরখানা নিয়ে যাওয়ার জন্য বলে। এসময় রিকশাচালক তার শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনজন রিকশায় করে নিয়ে যেতে পারবেন না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিন যুবক খোকনকে পিটিয়ে রক্তাক্ত করেন। এসময় জিন্দাবাজার পয়েন্টে কর্তব্যরত পুলিশ দুই যুবককে আটক করতে সক্ষম হয়। তবে আরেক যুবক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ। তবে তিনি আটক যুবকদের নাম জানাতে পারেননি।