ভারত-পাকিস্তান যুদ্ধ হলে ভারতের পক্ষে থাকবে বাংলাদেশ -স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৬, ১০:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ বাধলে বাংলাদেশ ভারতের পক্ষ নেবে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে। সবখানে ভারত আমাদের সহযোগিতা করে। ভারত যখন আক্রান্ত হবে, নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব।”
তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার নেই। ১ হাজার ২০০ মাইল দূরে তাদের অবস্থান। তাদের হুংকার, হাঁকডাকে আমাদের কিছু আসে-যায় না। আমরা তাদের ১৯৭১ সালে পরাস্ত করে বিদায় করে দিয়েছি। আমরা তাদের কথা চিন্তাও করতে চাই না, স্মরণও করতে চাই না।”
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ হত্যা কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। এখন বিজিবি ও বিএসএফের মধ্যে সুসম্পর্ক রয়েছে।”
সার্ক সম্মেলন বর্জনের কারন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাকিস্তান আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করায় আমরা সার্ক সম্মেলনের যাইনি।”
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শ্যামল সরকার, প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।