সিলেটে বিদ্যুৎ ভোগান্তি চরমে
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৬, ৫:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর উপকণ্ঠে কুমারগাও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ সংযোগের ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নগরীর বড় একটি অংশ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তিতে পরেছেন নগরবাসী।
সিলেট বিদ্যুৎ বিভাগ জানায়, কুমারগাও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৩৩ কেভি সংযোগটি বিদ্যুতের অতিরিক্ত চাপে উত্তপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে সিলেট বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস জানান, বিচ্ছিন্ন সংযোগটি আম্বরখানা উপকেন্দ্রের মাধ্যমে নগরীর বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ করে। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নগরীতে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সংযোগটি পুনরায় চালু হবে হবে জানান তিনি।