এবার নেত্রকোনায় জঙ্গি সন্দেহে ৪ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৬, ৩:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নেত্রকোনায় সন্দেহভাজন চার জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার খান মোঃ. আবু নাসের সোমবার (৩ অক্টোবর) রাতে ওই চারজনকে আটক করেছেন বলে নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন মোঃ. সুজন হাওলাদার, মনিরুজ্জামান, তার স্ত্রী সুমাইয়া আক্তার এবং পারুল আক্তার হিজবুল তাওহীদ নামের এক সংগঠনের সদস্য বলে পুলিশের ভাষ্য।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “এদের বিরুদ্ধে নেত্রকোনা ও শেরপুরে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তদন্তে তাদের জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।”
পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।