সিলেটে প্যানেল মেয়রের বিরুদ্ধে ‘যুবসমাজের’ ঝাড়ু মিছিল
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৬, ১১:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র (দ্বিতীয়) ও কাউন্সিলর সালেহ আহমদ ঘাসিটুলা বড় জামে মসজিদের জায়গা দখলের অভিযোগে ঝাড়ু মিছিল করেছেন ১০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন যুবক।
সোমবার সন্ধ্যায় ওয়ার্ড যুব সমাজের ব্যানারে ওই মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। পরে শামীমাবাদ খেয়াঘাট শাহী ঈদগাহ প্রাঙ্গণে এক সমাবেশ করেন যুবকরা।
সালেহ আহমদের বিরুদ্ধে যুব সমাজের মিছিলটি শুরু হবার কিছুক্ষণের মধ্যে যুবক, ঝাড়ু নিয়ে মিছিলে অংশগ্রহণ করলে বিক্ষোভ মিছিলটি ঝাড়ু মিছিলে রূপ নেয়।
এসময় বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সংক্ষিপ্ত সমাবেশে ১০নং ওয়ার্ডের যুব নেতারা, সালেহ আহমেদকে মসাজিদের জায়গা দখলের পায়তারা থেকে সরে আসতে অনুরোধ করেন।
১০নং ওয়ার্ডে যুব সমাজের উদ্যোগে মিছিলটি মজুমদার পাড়া থেকে শুরু হয়ে শামীমাবাদ এলাকা প্রদক্ষিন করে খেয়াঘাট ঈদগাহ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
যুব নেতা জসীমউদ্দিনের সভাপতিত্বে কাউসার আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব নেতা আব্দুল রহিম, মমিন মিয়া, শুকুর আলী, নেছার উদ্দিন, বশির আহমেদ চৌধুরী, তাসকিন আহমেদ প্রমুখ।