যেভাবে এমসি ক্যাম্পাসে খাদিজাকে কুপায় ছাত্রলীগ নেতা বদরুল (ভিডিওসহ)
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৬, ৩:০১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে তারই কথিত প্রেমিক কুপিয়ে গুরুতর আহত করেছে। কথিত ওই প্রেমিক বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। একই বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বদরুল। ‘খুব শিগগিরই’ বদরুলের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে শাবি ছাত্রলীগ সূত্র জানিয়েছে।
খাদিজা আক্তার নার্গিস (২৩) সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার আউশা এলাকার সৌদী আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। পরিবারের সাথে সিলেট নগরীর জালালাবাদ এলাকার বসবাস করেন তিনি।
সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন তিনি। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম (২৭)। বদরুলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনাইঘাতি গ্রামে। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।
হামলার সময়কার মুঠোফোনে ধারণকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বদরুল মাটিতে ফেলে তার মাথায় উপর্যোপরি কুপাচ্ছে। এসময় তরুণীকে রক্ষার্থে দূর থেকে অনেকেই চিৎকার করছিলেন এবং তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিলেন। তখন সে তাদের উদ্দেশ্যেও চাপাতি দিয়ে ধাওয়া দেয়।
পরে শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে ধরে উত্তম-মধ্যমের পর পুলিশে হস্তান্তর করে। এবং গুরুতর আহত খাদিজাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়। চাপাতির কুপে তার মাথার মগজ বের হয়ে গেছে। ওসমানী হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মাথার মগজ ভেতরে ডুকিয়েছেন।
খাদিজা (২৩) বিশ্বনাথ উপজেলার আউশা এলাকার সৌদী আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। পরিবারের সাথে সিলেট নগরীর জালালাবাদ এলাকার বসবাস করেন তিনি।
আর হামলাকারী বদরুলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনাইঘাতি গ্রামে। সে ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।
কথিত ওই প্রেমিক বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। একই বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
শাহজালাল মুন্সী জানান, বদরুলের সাথে খাদিজার প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বদরুল এ কান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভিডিওটি দেখুন >>>>>
https://www.youtube.com/watch?v=EIuy2ofTPX0