ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডাক পেলেন সিলেটের এবাদত
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৬, ১০:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে জায়গা পেয়েছেন সিলেটের মৌলভীবাজারের এবাদত হোসেন। আগামীকাল মঙ্গলবার ওই প্রস্তুতি ম্যাচটি ঢাকার ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কিছু দিন আগে পেসার হান্ট থেকে উঠে আসেন পেসার এবাদত হোসেন। সম্প্রতি বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডেও ছিলেন তিনি। বিপিএলের ড্রাফটে তাকে দলে টেনেছে রাজশাহী কিংস।
প্রস্তুতি ম্যাচের দলে আছেন আফগানিস্তান সিরিজের দলে থেকেও কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া নাসির হোসেন। এছাড়াও আছেন পেসার আল আমিন হোসেন ও উদীয়মান ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
প্রস্তুতি ম্যাচের দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, আল আমিন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন, মোহাম্মদ মানিক।